জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার যোগদান সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বাড়িতে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা রিতব্রত ব্যানার্জির হাত ধরে অমরপুর থেকে ৬০ পরিবারের ২৩৫জন সদস্য বিভিন্ন দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ্যের বিধান সভা নির্বাচনের আগেই তৃনমুল কংগ্রেস দলে যেই ভাবে যোগদান করছেন দলীয় কর্মী-সমর্থকরা তাতে করে রাজ্যের শাসক দল নির্বাচন আস্তে আস্তে তাদের অনেক দলের কর্মী ও সমর্থক হারিয়ে ফেলবেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে যে কোনভাবেই আটকানোর জন্য লাগলেও কিন্তু রাজনৈতিক রণকৌশল দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে তাদের দলীয় কর্মী সমর্থকদের সংখ্যা দিন দিন বাড়িয়ে তুলছেন। বৃহস্পতিবার আগরতলার বনমালীপুর তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভূমিক এর বাড়িতে যোগদান সভা করা হয় এই যোগদান সভায় ৬০ পরিবারের ভোটাররা তৃণমূল কংগ্রেসের পতাকার তলে সামিল হোন। এই যোগ দান সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জি বলেন বর্তমান রাজ্যের বিজেপি সরকার ফ্যাসিবাদী কায়দায় রাজ্য শাসন করছে এরাজ্যে জনগণের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছেন বর্তমান সরকার। ত্রিপুরা রাজ্যে এখনও অনেক কর্মী সমর্থক হয়েছে তৃণমূলের যারা শুধু সময়ের অপেক্ষায় কিন্তু রাজ্যের শাসক দল রক্তচক্ষু দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কে আটকানো যাবে না বলে জানান তিনি আরো বলেন আজকের দিনটা ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য রাজ্যের কাছেও গুরুত্বপূর্ণ দিন আজকে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য দেব বর্মনের জন্মদিন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনের সহিত নিবিড় সম্পর্ক ছিলেন বলে জানান তৃণমূল নেতা রিতব্রত ব্যানার্জি।
রাজ্য
ত্রিপুরার বিজেপি সরকার ফ্যাসিবাদী কায়দায় রাজ্য শাসন করছে- ঋতব্রত ব্যানার্জি
- by janatar kalam
- 2021-08-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this