2025-05-09
Ramnagar, Agartala,Tripura
দেশ

আবার ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি

জনতার কলম প্রতিনিধিঃ- ফের রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। একের পর এক নেতার হেনস্থার প্রতিবাদে ফের সরব হতে ২২ অগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাড়ি দিতে পারেন ফের আগরতলায়। তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্ব থেকে শুরু করে সাংসদরা ত্রিপুরায় এসে শাসকদল বিজেপি-র হাতে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পাশাপাশি, প্রশাসনের অসহযোগিতার শিকার হচ্ছেন তাঁরা। 16 ই আগস্ট আগরতলা এসেছিলেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি অভিযোগ করেছেন, হোটেলে তাঁকে খাবার দেওয়া হয়নি।রাতে হোটেলের ‘পাওয়ার কাট’ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখতে 22 সে আগস্ট আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলে সূত্রে জানা গিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service