জনতার কলম প্রতিনিধি :- জানা যায় বুধবার সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং অফিসের সামনে শ্রমিকদের কর্মসংস্থান ফিরে পাবার জন্য বিক্ষোভ ও আন্দোলন। জানা যায় দীর্ঘ চার বছর যাবৎ 60 জন শ্রমিক বিশালগড় গ্যাস অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে কিন্তু বিশালগড় গ্যাস অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের 60 জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। তাই শ্রমিকরা আজ ৩য় দিন সকাল থেকে অফিসের সামনে বসে কর্মসংস্থান ফিরে পাবার জন্য আন্দোলন করে যাচ্ছে।। কিন্তু এখন পর্যন্ত কোনো শ্রমিক নেতৃত্ব শ্রমিকদের এই দুঃসময়ে কেউ পাশে আসে না এমনটাই অভিযোগ শ্রমিকদের তারা আরো বলেন প্রতি বছর বছর BMS এর তাবড় তাবড় নেতৃত্বরা গ্যাস বটেলিং শ্রমিকদের কাছ থেকে মেম্বারশিপ এর নাম করে হাজার হাজার টাকা তুলে নেই কিন্তু শ্রমিকদের এই দুঃসময়ে কোন নেতার দেখা মেলেনি। নির্বাচন এগিয়ে আসলে ভোট ভিক্ষার জন্য অনেক শ্রমিক নেতৃত্ব কে দেখা যায় নির্বাচন শেষ হয়ে গেলে কাউকে দেখা যায়নি এমনই এক জ্বলন্ত উদাহরণ আজ তিনদিন যাবত দেখা গেল বিশালগড় গ্যাস বটেলিং অফিসের সামনে। শ্রমিকরা আজ তিনদিন ধরে না খেয়ে সকাল থেকে কর্মসংস্থান ফিরে পাবার জন্য আন্দোলন করে যাচ্ছে কিন্তু কোনো শ্রমিক নেতৃত্ব কিংবা শাসক দলের কোনো নেতাকে দেখা যায়নি এমন অভিযোগ তাদের। যতদিন পর্যন্ত তাদের কর্মসংস্থান পুনরায় না পাবে ততদিন তারা আন্দোলন করে যাবে এমনটাই হুমকি তাদের।
রাজ্য
কর্মসংস্থান ফিরে পাবার দাবিতে বিশালগড় গ্যাস বটেলিং শ্রমিকদের অফিসের সামনে বিক্ষোভের আজ তৃতীয় দিন
- by janatar kalam
- 2021-08-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this