2024-12-19
agartala,tripura
রাজ্য

চলে গেলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায় প্রয়াত হয়েছেন। মঙ্গলবার রাত দশটা নাগাদ জিবিপি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওই দিন সকালেই বাড়িতে তার সেরিব্রাল অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনেরা তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। রাজ্যের চিকিৎসকরা দিনভর চেষ্টা চালান শ্যামল বাবুকে সুস্থ করে তোলার জন্য শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যারাতে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত দশটা নাগাদ শ্যামল বাবু চির নিদ্রায় শায়িত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ডান, বাম, সব মহলেই শোকের ছায়া নেমে আসে। সিপিএমের প্রবীণ নেতা বীজন ধর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন এভাবে অকালে শ্যামল বাবুর চলে যাওয়া মানা যায় না। তার এই মৃত্যু বাম আন্দোলনের পক্ষে বড় ধরনের ক্ষতি।বুধবার তার মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলার পোস্ট অফিস চৌমুনী দলীয় কার্যালয়ের সামনে সব গাড়ির সাথে সাথে দলীয় পতাকা নামিয়ে তাকে শ্রদ্ধার সহিত পুষ্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকার সারা ভারত কৃষক সভা সাধারণ সম্পাদক পবিত্র কর, সিপিআইএমের রাজ্য সম্পাদক বিজন দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। ফরওয়ার্ড ব্লকের শ্যামল রায় বিগত বহুবছর ধরে বাম সংগঠনের সাথে জড়িত এবং তিনি 8 নং বড়দেওয়ালি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করেছেন উনার মৃত্যুতে বাম সংগঠন ও ফরওয়ার্ড ব্লকের অনেক বড় ক্ষতি হয়েছে বলে জানান সারা ভারত কৃষক সভা সাধারণ সম্পাদক পবিত্র কর। শ্যামল রায় বাম সংগঠনের জন্য ডেডিকেটেড ভাবে কাজ করে গেছেন উনার মৃত্যুতে পাম সংগঠনের যেমন ক্ষতি হয়েছে তেমনি একজন সুবক্তা এবং পরোপকারী বত্তিকে হারিয়েছেন বলে জানান সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক পবিত্র কর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service