জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মী এবং কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধারে সাফল্য কদমতলা থানার পুলিশের। গতকাল গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মীরা এবং কদমতলা থানার পুলিশ লালছড়া ও নতুন বাজার মূল সড়কের উপর উৎপেতে বসে ছিল।সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসার সাথে সাথে নতুনবাজার এলাকায় টি আর ০৫ -৪৬৩৮ নাম্বারের একটি স্কুটি করে বিলেতি মদ নিয়ে আসছিল এক ব্যক্তি। পুলিশ তাকে দেখেই দাওয়া করলে চালক স্কুটি ফেলে চলে যায়।কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্কুটি সহ বিলাতি গুলি থানায় নিয়ে আসে। ২৬০ বোতল বিলাতী মদ উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার। উনি আরো জানান,কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। উনারা জানতে পেড়েছেন স্কুটি চালক রানা প্রতাপ দাস।তার বাড়ি নতুন বাজার এলাকায়।গোটা অভিযানের নেতৃত্ব ছিলেন কদমতলা থানার এস আই অপু দাস।
রাজ্য
গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধারে সাফল্য কদমতলা থানার পুলিশের
- by janatar kalam
- 2021-08-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this