2024-12-18
agartala,tripura
রাজ্য

মাটির কাপ তৈরীর মাধ্যমে মৃৎশিল্পীদের আর্থিক সমৃদ্ধি হবে- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- স্বচ্ছ ভারত গড়ার যে আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখেছেন, সেই লক্ষ্যে সুস্থ, স্বচ্ছ এবং প্লাস্টিক মুক্ত নির্মল ত্রিপুরা গড়তে সরকার কাজ করছে l ইকোফ্রেন্ডলি সমাজ গড়াই সরকারের লক্ষ্য l এই ভাবনা থেকেই প্লাস্টিক দ্রব্যের বদলে, মাটির পাত্রের ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়েছে l মাটি পবিত্র, এর থেকেই সমস্ত কিছুর সৃষ্টি l নানান বিবর্তনের মাধ্যমে আমাদের মধ্যে তৈরী হওয়া প্লাস্টিক ব্যবহারের অভ্যাস হ্রাস করে হল মূল লক্ষ ।পরিবেশ বান্ধব মাটির পাত্রের ব্যবহার বাড়ানোর জন্য খাদি গ্রামোদ্যোগ পর্ষদের উদ্যোগে ও আগরতলা পুর নিগমের সহায়তায় আজ চা বিক্রেতাদের মধ্যে, বিনামূল্যে মাটির চায়ের কাপ বিতরণ কর্মসূচিতে একথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l তাছাড়া এদিন তিনি আরো বলেন প্রচুর মাটির কাপ তৈরীর মাধ্যমে একদিকে যেমন মৃৎশিল্পীদের আর্থিক সমৃদ্ধি হবে, তেমনি প্লাস্টিকের ন্যাতিবাচক প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে ল পাশাপাশি ভোকাল ফর লোকাল ভাবনায়, এই প্রচেষ্টায় আরও গতি আনতে ও সমস্ত মৃৎশিল্পীদের রোজগার তৈরীর লক্ষ্যে, সমগ্র রাজ্যের মৃৎশিল্পীদের মধ্যে মাটির কাপ তৈরীর কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service