2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজ্যে গণতন্ত্র বলতে কিছুই নেই- পশ্চিমবঙ্গ আইন মন্ত্রী মলয় ঘটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্র বলতে কিছুই নেই, রাজ্যে বিরোধীদের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে গাড়ি ভেঙ্গে কোন রাজনৈতিক দলকে আটকানো যায় না। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কে আম বাসায় পুলিশ আটক করে রেখেছে তার জন্য ওই জেলার পুলিশ সুপারের সাথে দেখা করবেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক এ কথা জানান। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পশ্চিমবঙ্গের আইন মন্ত্রি মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক সহ অন্যান্য কর্মীসমর্থকরা। 2023 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক জমি মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর তা দেখেই রাজ্যের বর্তমান সরকার চিন্তিত হয়ে পড়েছেন। যার কারণে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কে আটকানোর জন্য পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন যার কারণে অনেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশি হেফাজতে রয়েছে। তাই তাদের পাশে প্রতিনিয়ত থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও আইন মন্ত্রি মলয় ঘটক এই বিষয়ে নজর রেখে চলছেন। যাতে করে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যে কোন অসুবিধায় পড়লে তাদের পাশে সবসময় তারা থাকবেন এবং রাজ্যে 2023 সালে তৃণমূল কংগ্রেস কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service