2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অনুষ্ঠিত হল সদর শহর জেলা মহিলা মোর্চার কার্যকারণী বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সদর শহর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির কার্যালযে এক কার্যকারণী বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত,মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ অন্যানরা । প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কার্যকরণি বৈঠক করা হয় এই বৈঠকের মধ্য দিয়ে দলের সাংগঠনিক অবস্থান এবং দলকে কিভাবে মজবুত করা যায় সে উদ্দেশ্যে কার্যকরনি বৈঠক করা হয়। শুক্রবার প্রদেশ কার্যালয় সদর আরবান জেলার মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের নিয়ে কার্যকরনি বৈঠক করা হয়। মহিলা মোর্চার সাতটি সংগঠন এই সংগঠনগুলোকে আরো কিভাবে মজবুত করা এবং দলীয় কর্মীদের কে সেই বিষয়ে আলোকপাত করা হবে বিশেষ করে সামনে পুরনিগম নির্বাচন এবং তারপরই বিধানসভা নির্বাচনের সময় চলে আসছে আর তার মধ্য দিয়ে মহিলা সংগঠনগুলোকে আরো মজবুত করার উদ্দেশ্যেই কার্যকরণ এ বৈঠক করা হয় এদিন বিজিবি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত জানান কার্যকরী বৈঠকের মধ্য দিয়ে মহিলা মোর্চার সমস্ত কর্মীদেরকেও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে বলে । এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service