2024-12-19
agartala,tripura
রাজ্য

নিজ সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা এক বিএসএফ জওয়ানের ঘটনার তদন্তে পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল আততায়ীদের সাথে লড়াইয়ে শহীদ হয়েছিলেন বিএসএফের 2 বীর জওয়ান। আর এই ঘটনার 24 ঘন্টা পের হতে না হতে আবারো এক বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর সামনে এলো। জানা যায় খোয়াইতে, BSF 80 Bn D-Company একটি BSF জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তিনি পোহরমুরা, 80 বিএন এর জওয়ান ছিলেন মৃতের নাম বাবুরাম চৌধুরী (41), তিনি রাজস্থান যোধপুরের বাসিন্দা ছিলেন। তদন্তকারী পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে তিনি বলেন, আত্মহত্যার পেছনের কারণ জানতে পুলিশ এখন মৃতের পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করবেন বলে। এক বিএসএফ জওয়ানের রহস্যজনক এই আত্মহত্যার পিছনে কি লুকিয়ে রয়েছে তা একমাত্র পুলিশের সঠিক তদন্ত বেরিয়ে আসবে। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে পহর মুরা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service