জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল রাজ্যে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং উনার এই আগমনকে কেন্দ্র করে শাসকদলীয় ক্যাডাররা গন্ডগোল বাধার চেষ্টা চালায়। এই চেষ্টায় দলীয় ক্যাডার বাহিনীরা সামান্য সফল হলেও রাজনীতির অধ্যায়ে কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে জায়গায় বহি রাজ্যের অতিথিদের সম্মান জানিয়ে অতিথি দেব ভব স্লোগান তুলেন সেই জায়গায় সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কে শাসক দলীয় ক্যাডারদের দ্বাড়া রড, লাঠি, ইট, পাটকেল দ্বাড়া স্বাগত জানানো হয়। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানিয়ে পুলিশ হেডকোয়ার্টারে এর পির নিকট মেমোরেন্ডাম প্রদান করা হয়। এদিন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করছিল কেননা উপরমহল থেকে যে আদেশ দেওয়া হয় সেটাই পালন করছিল রাজ্য সরকারের পুলিশ প্রশাসন। তাই পুলিশ প্রশাসনকে দোষারোপ না করে পুলিশ প্রশাসনের যুব অংশের অফিসাররা নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে আশা ব্যক্ত করলেন।
রাজ্য
অভিষেক ব্যানার্জির ত্রিপুরার সফরে শাসকদলীয় ক্যাডারদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে এসপির নিকট ডেপুটেশন তৃণমূল নেতৃত্বের
- by janatar kalam
- 2021-08-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this