2024-12-18
agartala,tripura
রাজ্য

2021 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অসুন্তষ্ট বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষাভবনের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত 2021 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীরা অসুন্তষ্ট তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও চারপাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষাভবনের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন। রাজ্যের প্রত্যেকটি স্কুলে ফলাফলের গরমিল দেখা গিয়েছে যার কারণে ছাত্র-ছাত্রীরা রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হলেন। করোনা সংক্রমণ ভাইরাস এর কারণ 2021 সালের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কে পাস করিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন কিন্তু ৩১শে জুলাই ফলাফল ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি বিদ্যালয় অনেক ছাত্র-ছাত্রী ফেল করেছেন, এমন অনেক ছাত্রছাত্রী যারা স্কুলে আসেন নাই তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আবার যারা প্রতিনিয়ত স্কুলে আসছিলেন এবং তাদের স্কুলের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত 2021 সালের মাধ্যমিক পরীক্ষার এই ধরনের ফলাফল হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 4 পারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও সুকুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষাভবনে বিদ্যালয় শিক্ষা অধি কর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানানবাইট বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার যদি তাদের ফলাফলের কোনোরকম ভাবনা চিন্তা না করে তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এখন দেখার বিষয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিদ্যালয় শিক্ষা অধিকর্তা তাদের দাবি পূরণ করবে এখন সেটাই দেখার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service