জনতার কলম ত্রিপুরা খোয়াই প্রতিনিধিঃ- আজ খোয়াই জেলার, এসপি অফিস ও জেলাশাসক অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই জেলাশাসক অফিস নির্মাণে প্রায় কুড়ি কোটি টাকা খরচ হয়েছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের বর্তমান সরকার জনমুখী ও উন্নয়নে বিশ্বাসী। রাজ্যে সাত হাজার কোটি টাকার জাতীয় সড়কের কাজ চলছে আরও সাত হাজার কোটি টাকার সড়কের কাজ পাইপলাইনে রয়েছে। এই জাতীয় সড়কগুলি রাজ্যের প্রতিটি মহকুমাকে ছুঁয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আমাদের রাজ্যে রেল যোগাযোগের বিকাশ করেছেন, রাজধানী এক্সপ্রেস প্রদান করেছেন। তিনি এর মাধ্যমে রাজ্যকে পাঁচ বছরের আগেই হীরা প্রদান করে প্রতিশ্রুতি রাখলেন। এর জন্য কাউকে কোন আন্দোলন বা মিছিল-মিটিং করতে হয়নি। রাজ্যের গ্রামগুলিতে কমন সার্ভিস সেন্টার খুলে যাওয়ায় গ্রামের মানুষ এখন বিভিন্ন পরিষেবা সহজেই পেয়ে যাচ্ছে আর এর ফলে উৎপন্ন হয়েছে অনেক রোজগারের সুযোগ। আজ স্টার্টআপ এর মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে। রাজধানী আগরতলায় এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর আগামী এক দুই মাসের মধ্যেই উদ্বোধন করা হবে। রাজ্যে দুই হাজার কোটি টাকা খরচ করে এক লক্ষ আশি হাজার ঘর প্রদান করা হবে। আগে যাদের টিনের ঘর ছিল তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতেন না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য বিশেষ ছাড় দিয়েছেন এবং এর ফলে এরাজ্যে যাদের টিনের ছাউনি দিয়ে ঘর আছে তারাও এখন এই যোজনায় ঘর পাবে। ত্রিপুরা রাজ্যের গ্রামগুলিতে পেপার ব্লকে বসিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জল, সড়ক, বিদ্যুৎ, ঘর ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছেন। আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক কোভিড ভ্যাক্সিনেশন হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা ছড়া, নদীর জল অতিক্রম করে জুমের জমিতে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করার লক্ষ্যে বলে অভিমত ব্যক্ত করলেন। তাছাড়া এই দিন সকলের কাছে অনুরোধ টা রাখেন এই লক্ষ্যপূরণে এগিয়ে আসার জন্য।
রাজ্য
বর্তমান রাজ্য সরকার জনমুখী এবং উন্নয়নে বিশ্বাসী- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-08-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this