জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-
সোমবার সকালে ত্রিপুরায় আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাজ্যে এসে প্রথমেই তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য। দুপুর সাড়ে বারোটা নাগাদ পুজো দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু আগরতলা থেকে উদয়পুর আসার পথে বেশ কয়েকটি জায়গায় বাধার মুখে পড়তে হয় অভিষেকের কনভয় কে। বহু বাধা অতিক্রম পার করে মাতা বাড়িতে এসে পৌঁছে দেন অভিষেক ব্যানার্জি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসার আগেই মাতারবাড়ি ভিআইপি রুমের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে একদল যুবকের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্লোগানের পাল্টা শ্লোগান দিতে শুরু হয় দুই দিক থেকে। উত্তেজনা এতটাই বেড়ে যায় মাতারবাড়ি চত্বরে যা একটা সময় তীব্র আকার ধারণ করে। এই ঘটনার পর উদয়পুরের পুলিশ প্রশাসন তড়িঘড়ি মাতারবাড়ি এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেল কে নামিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। পরবর্তী সময় কিছুটা শান্ত হয় পরিস্থিতি। এদিন বেলা 1টা 50 নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুড়ি মিনিট ছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। এদিন অভিষেক ব্যানার্জি কে দেখার জন্য মাতারবাড়িতে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন মন্দির চত্বরে।
Leave feedback about this