2024-12-15
agartala,tripura
রাজ্য

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের পথ অবরোধ

জনতার কলম,ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আজ তেলিয়ামুড়ায় একাংশ অনুর্ত্তীন মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশের পর পাশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে । উল্লেখ্য, আজ শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয় । আর এই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে চরম উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকা ও প্রায় দীর্ঘক্ষণ ধরে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অবরোধ চলে অম্পি চৌমুহনী স্থিত আসাম-আগরতলা জাতীয় সড়ক । এই ঘটনার জেরে জাতীয় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য ছোট-বড়ো পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠ অম্পি চৌমুহনী এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার বেলা ১২ টা নাগাদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত গোটা রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয় । কিন্তু এই ফলাফলকে ঘিরেই নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা তেলিয়ামুড়া শহর । উল্লেখ্য, আজ তেলিয়ামুড়ার বেশ কিছু বনেদি বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের আশানুরূপ পরীক্ষার ফল না হওয়ায় ও অকৃতকার্য স্বরুপ ফল লাভ করার দরুন ওইসব বনেদি বিদ্যালয়ের একাংশ ছাত্র-ছাত্রীরা হঠাৎ তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকে । উল্লেখ্য, দফায় দফায় এই অবরোধ চলে দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যাবৎ । খবর যায় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ ও TSR বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয় । যদিও দফায় দফায় চলা তেলিয়ামুড়ার এই অশান্ত পরিবেশকে একপ্রকার শান্ত করতে মূলতঃ তেলিয়ামুড়ার পুলিশ প্রশাসনকে একপ্রকার হিমশিম খেতে হয় । পরবর্তীতে একসময় মাধ্যমিকের ছাত্র-ছাত্রী কর্তৃক জাতীয় সড়ক অবরোধ এই ঘটনার সামাল দিতে তেলিয়ামুড়া তথাকথিত বিভিন্ন বনেদি বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন । এছাড়াও খবরে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার “DCM” সজল দেবনাথ । পরবর্তীতে সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়ার বিভিন্ন বনেদি বিদ্যালয়ের শিক্ষক ও তেলিয়ামুড়ার “DCM” সজল দেবনাথ সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া দফায় দফায় মাধ্যমিক অনুর্তীণ ছাত্র-ছাত্রীদের ঘোষিত এই ফলাফল সম্পর্কে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাথে আলোচনা করবেন এবং তাদের পুনরায় ১ মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিলেই অবশেষে সন্ধ্যা নাগাদ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service