জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সিলেবাস 50 শতাংশ কমাতে হবে, পঞ্চম সেমিস্টারের ফল অভিশপ্ত প্রকাশ করতে হবে, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কিভাবে দেয়া হবে তার স্পষ্টীকরণ দিতে হবে এই সমস্ত তিন দফা দাবি নিয়ে বৃহস্পতিবার অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা শিক্ষাভবনের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দাবি পেশ করেন। রাজ্যে যেভাবে করুনার প্রকোপ বাড়ছে চলমান মহামারী পরিস্থিতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের বিরূপ প্রভাবিত করছে। ছাত্র-ছাত্রীদের এখনও তাদের পঞ্চম সেমিস্টারের ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং ষষ্ঠ সেমিস্টার বাকি রয়েছে। এরমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে যার জন্য কমপক্ষে পঞ্চম সেমিস্টার এর মার্কশিট জমা দেওয়ার দরকার। সম্প্রীতি ইউজিসি একটি গাইডলাইন জারি করেছে যাতে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো শীঘ্রই 31 আগস্টের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে যা ছাত্র-ছাত্রীদের আরো বেশি সমস্যা ফেলেছে কারণ তারা সিলেবাস সম্পন্ন করার সাথে সাথে তাদের প্রজেক্ট কাগজ ও ভারাক্রান্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কৃতি ছাত্র-ছাত্রীদের একটি বিজ্ঞপ্তি পেয়েছিল যে সিলেবাস 25 শতাংশ হ্রাস করা হয়েছে। এই মহামারী পরিস্থিতিতে যখন নিয়মিত অফলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না তখন সিলেবাসের 25 শতাংশ হ্রাস খুব কম কারণ ছাত্রছাত্রীরা একমাসেরও কম সময়ের মধ্যে সিলেবাসের অবশিষ্ট 75% শেষ করতে হবে অসম্ভবের কাছাকাছি। কত বর্তমান পরিস্থিতির বিষয়ে দেখে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেন তাদের এই দাবিগুলো মেনে নেন বলে জানান অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য পরিষদ এর পক্ষে শুভদীপ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।
রাজ্য
তিন দফা দাবি নিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা শিক্ষাভবনের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট দাবি পেশ
- by janatar kalam
- 2021-07-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this