2025-01-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নাইট কারফিউতে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক অবৈধ বিলেতি মদ সহ ১ নেশা কারবারী

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- করোণা নাইট কারফিউতেও থেমে নেই “নেশার আঁতুরঘর” তেলিয়ামুড়ায় নেশার রমরমা বাণিজ্য । মুখ্যমন্ত্রীর “নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে নেশা-বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী । ঘটনা আজ সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায় কোন এক জায়গায় অনেকগুলো অবৈধ বিলেতি মদ স্টোর হচ্ছে । সেই খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব বিশাল পুলিশ ও TSR বাহিনী নিয়ে ঘটনাস্থল শান্তিনগর এলাকায় জোরকদমে অভিযান চালায় । তেলিয়ামুড়া পুলিশের গোপন এই অভিযানে বিরাট সাফল্য আসে । নিমেষের মধ্যেই শান্তিনগর এলাকা থেকে উদ্ধার হয় ৫ কার্টোন তথা ১১০ বোতল অবৈধ বিলেতি মদ । যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক সূত্রে অনুমান । এইদিকে পুলিশের এই গোপন অভিযানে এই অবৈধ বিলেতি মদের পাশাপাশি তেলিয়ামুড়া থানার পুলিশ ১ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও অপর ১ জন ঘটনাস্থল থেকেই পুলিশের নাগাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । এইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ অবৈধ বিলেতি মদের সাথে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service