জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ কারগিল বিজয় দিবস আজ থেকে 22 বছর আগে ১৯৯৯ সালে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানকে পরাস্ত করে কার্গিল যুদ্ধে বিজয় হয়েছিলেন। এই যুদ্ধে আমাদের দেশ ভারতবর্ষের বীর সন্তান সৈনিক প্রায় 595 জন শহীদ হয়েছিল। এই কারগিল দিবস উপলক্ষে প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে পশ্চিম থানা ও মহিলা থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ঝর্না দেববর্মাসহ সংগঠনের অন্যান্য কর্মীরা। এদিন ঝর্না দেববর্মা সংবাদমাধ্যমকে জানান এ দিবসকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর কাছে পৌঁছানোর চেষ্টা চালালেও মহামারী করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়ে ওঠেনি, তাই দেশ সেবার পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের কাছে এরা পৌঁছেছেন এবং আগামী দিনেও জনসেবায় রাজ্যের পুলিশ প্রশাসন নিজেদেরকে আরও উজাড় করে দেবেন বলে এই বিজয় দিবস থেকে আশা রাখেন।
রাজ্য
কারগিল দিবস কে সামনে রেখে পশ্চিম থানা ও মহিলা থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন প্রদেশ মহিলা মোর্চার
- by janatar kalam
- 2021-07-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this