2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নেতা নয় নীতির পরিবর্তন দিয়ে একটি রাষ্ট্রকে বিচার করা যায়- মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অল ইন্ডিয়া প্রিস এন্ড সলিডারিটি অর্গানাইজেশনের ত্রিপুরা কমিটির পক্ষ থেকে সোমবার সিআইটিইউ রাজ্য কমিটির অফিসের সামনে কিউবায় মার্কিন অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। কর্মসূচিতে এদিন অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। পরে একটি হলসভা অনুষ্ঠিত হয়। হল সভায় বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এই দিনটি দিয়ে নবীন প্রজন্মকে জাগ্রত রাখার চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দিনটি না রেখে, আন্তর্জাতিক পরিসরে দিনটি পালন করতে হবে। কারণ নানা প্রতিকূলতার মধ্যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের পাতায় স্মরণীয়। দিনটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি। নেতার পরিবর্তন দিয়ে নীতির পরিবর্তন হয় না। নীতির পরিবর্তন দিয়ে একটি রাষ্ট্রকে বিচার করা যায়। তাই সকলকে দেশের পুঁজিবাদ, শোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ ভারতবর্ষের যে অবস্থা চলছে, তাতে দেখা দীর্ঘ সাত মাস ধরে দেশের রাজধানী দিল্লিতে কৃষকদের আন্দোলনের লড়াই চলছে। পরবর্তী সময়ে সেই কৃষক আন্দোলনে শ্রমিকরাও অংশ নিয়েছেন। এবং কৃষক-শ্রমিকদের এই আন্দোলন পুঁজিবাদীদের বিরুদ্ধে। এবং এটা তাদের বেঁচে থাকার লড়াই। অর্থাৎ খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যের জন্য পুঁজিবাদীদের বিরুদ্ধে লড়াই। এটা কোন ধর্ম এবং সম্প্রদায়িকতার জন্য লড়াই নয় বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service