জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আইপিএফটি-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল 22 জুলাই তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লি গিয়েছিল। প্রতিনিধি দলের মধ্যে আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, সহকারী যুগ্মসচিব জিতেন দেববর্মা এবং বিধায়ক প্রশান্ত দেববর্মা অন্তর্ভুক্ত ছিলেন। সেখানে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাত করেন এবং তিপ্রাল্যান্ডের ইস্যু সহ আরও চারটি বিষয় নিয়ে আলোচনা করেন। ২০০৯ সাল থেকে স্বতন্ত্র রাজ্যের দাবিতে কাজ চলছে। অমিত সাহকে সে সম্পর্কে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উচ্চ প্রতিরক্ষা কমিটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিজেপি আইপিএফটি দলের নেতাদের সাথে বিষয়টি সমাধানের জন্য কথা বলবে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর ষষ্ঠ তফসিল সংশোধন সম্পর্কে অবহিত করেন। অষ্টম তফসিলে ককবরক ভাষা অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। তবে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া দিল্লী সফরকালে আলোচনার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন যে এই আলোচনা থেকে ইতিবাচক দিক উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগস্টে রাজ্য সফর করবেন। তিনি আরও বলেন, সফরকালে আরও বিশদ আলোচনা করা হবে। দিল্লী সফরকালে আইপিএফটি দলের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতাদের সাথে সাক্ষাত করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
তিপ্রাল্যান্ড নিয়ে দিল্লি সফর থেকে গৃহ মন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে- মেবার কুমার জমাতিয়া
- by janatar kalam
- 2021-07-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this