2024-12-18
agartala,tripura
রাজ্য

ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীদের ব্যতিক্রমী হতে হবে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীদের ব্যতিক্রমী হতে হবে। কিছু নতুন করে দেখানোর ইচ্ছা ও উদ্যম নিয়ে কাজ করতে হবে যা আমাদের অন্যান্য দলের নারী সমিতি এবং নারী সংগঠন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র রাখবে। তাদের ফটোকপি হলে চলবে না। শুধু মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকলে তাদের আর আমাদের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। জনগণের কাছেও তা গ্রহণযোগ্য হবে না। জনগণের স্বার্থে কাজ করতে হবে। আত্মীয়তার মাধ্যমে সংগঠন শক্ত হয়, ক্ষমতা বৃদ্ধি পায়। সুবিধা প্রদান করে সংগঠন ধরে রাখা সম্ভব নয়। মনে রাখবেন যাঁরা সুবিধার আশায় সংগঠন করেন তাঁরা বেশিদিন সংগঠনে স্থায়ী থাকতে পারেন না। বর্তমান সরকারের মূলমন্ত্র হচ্ছে মহিলা স্বশক্তিকরণ। আর মহিলা স্বশক্তিকরণের মন্ত্র সফল হবে তখন, যখন মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন। তাই মহিলাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। মহিলা মোর্চার বোনেদের কাছে বলব, ২০২৩-এর নির্বাচনে আপনাদের আরও অধিক উৎসাহ ও উদ্যমের সহিত কাজ করতে। হবে। মানুষের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে আত্মীয়তা তৈরি করে এবং সহায়তার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে হবে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service