জনতার কলম, ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :- রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বসলো প্রমীলা বাহিনী। ঘটনা, উদয়পুর অমরপুর সড়কের বনদোয়ার ড্রপ গেইট বাজারে। আধঘন্টা পথ অবরোধ চলার পর স্থানীয় নেতৃত্বের রাস্তা দ্রুত সংস্কারের মৌখিক আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকে বহুবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তি পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল 9 টা থেকে উদয়পুর অমরপুর সড়কে ড্রপ গেইট বাজারে পথ অবরোধে বসে স্থানীয় প্রমীলারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় নেতৃত্বরা রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর শংকর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
রাজ্য
রাস্তা সংস্কারের দাবীতে উদয়পুর অমরপুর সড়কে ড্রপ গেইট বাজারে পথ অবরোধে বসে স্থানীয় প্রমীলারা
- by janatar kalam
- 2021-07-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this