জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ত্রিপুরা নেট, স্লেট, পিএইচডি ফোরাম এর পক্ষ থেকে ১১ দফা দাবি নিয়ে রাজ্যের শিক্ষা ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনগুলির মধ্যে অন্যতম হল রাজ্যের কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেগুলার ফ্যাকাল্টির নিয়োগের জন্য। বিগত দিনে এই দাবি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলে সরকার পক্ষ থেকে কিছুটা পদক্ষেপ হিসেবে যে জায়গায় ২২১ টি পদ খালি রয়েছে সেখানে ৫০ জনের মত নিয়োগ করা হয়েছিল , রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজগুলোকে আনরিকোগনাইজ পিজিটি শিক্ষক দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে যার দরুন রাজ্যের শিক্ষা ব্যবস্থা রো তলানিতে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা অধিকর্তার সাথে এই সাক্ষাৎকার বলে জানান সংগঠনের এক কার্যকরতা। তাছাড়া এদিন তিনি আরো বলেন পূর্বে ২০০১ সালে সৃষ্টি করা ৬২১ শূন্যপদ এখনো পূরণ হয়নি কিন্তু কলেজের সংখ্যা ১২টি থেকে ২২টি হয়েছে সুতরাং যে শূন্যপদগুলো রয়েছে সেগুলিকে দ্রুত পূরণ করার দাবি রাখেন।
রাজ্য
১১ দফা দাবি নিয়ে রাজ্যের শিক্ষা ভবনের অধিকর্তার সাথে মিলিত হন ত্রিপুরা নেট, স্লেট, পি এইচ ডি ফোরাম
- by janatar kalam
- 2021-07-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this