জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে রাজ্য শিক্ষা দপ্তর কোয়ালিটি এডুকেশন এর উপর গুরুত্বারোপ করে বহু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম হলো টেট কোয়ালিফাইড শিক্ষকদের নিয়োগের পদক্ষেপটি। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে রাজ্যের শিক্ষা দপ্তর কর্তৃক এককালীন বয়সের ছাড় দিয়ে টেট উত্তীর্ণ সর্বমোট 572 জন শিক্ষকদের পোস্টিং প্রদান করা হয়েছে আগামীকাল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তাছাড়া রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তরের বুনিয়াদি শিক্ষা 1611 জন শিক্ষক এবং এসটিজিটি ও এসটিপিজিটি মিলিয়ে 1445 জন শিক্ষকসহ সর্বমোট 3056 জন শিক্ষক নিযুক্তি পেয়েছেন। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তে টেট উত্তীর্ণ শিক্ষকদের মধ্যে খুশি হওয়া বইছে।
Leave feedback about this