2024-12-15
agartala,tripura
রাজ্য

ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বাতিলের দাবিতে এন এস ইউ আই এর প্রতিবাদ ও ধর্না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2021 সালের মাধ্যমিক পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে বাতিল করেছে রাজ্য শিক্ষা দপ্তর। সে ক্ষেত্রে যে সমস্ত রেগুলার পরীক্ষার্থীরা ছিল তাদেরকে প্রমোশনের কথা জানিয়ে দিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। যে সমস্ত মাধ্যমিকের কন্টিনিউ ও এক্সট্রানেল ছাত্র-ছাত্রী আছে তাদেরকে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে এন এস ইউ আই এর পক্ষে থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে প্রতিবাদ ও ধর্নায় বসে তাতে উপস্থিত হয় এক্সট্রানাল ও কন্টিনিউ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত রেগুলার ছাত্র-ছাত্রী আছে তাদের কে পাশ করিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু এক্সটার্নাল ও কন্টিনিউ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে তা করেননি, তারিই কারণে এন এস ইউ আই এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে প্রতিবাদ ও ধরনায় বসেন। এ দিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ধারণা প্রসঙ্গে বলতে গিয়ে এন এস ইউ আই এর সহ সভাপতি সম্রাট রায় জানান যে সমস্ত কন্টিনিউ ও এক্সট্রানেন ছাত্র-ছাত্রী আছে তাদের কে পাস করিয়ে দিতে হবে বাইট আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক্সটার্নাল ও কন্টিনিউ মাধ্যমিক ছাত্রছাত্রীরা প্রচুর সংখ্যক জামায়েত হন ধনা স্থলে, উপস্থিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিত সিনহা তিনি জানান এন এস ইউ আই এর পক্ষ থেকে যে দাবী নিয়ে তারা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে ধর্নায় বসেছেন তা তাদের ন্যায্য দাবী আর এই দাবি যেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন তিনি বাইট বিরজিত সিনহা। করোনা ভাইরাস সংক্রমণের কারনে আগরতলা সহ রাজ্যের অন্যান জেলাতে চলছে কারফিউ আর তার মধ্যে রাস্তায় জমায়েত তার কারনে সদর এস ডি পি ও রমেশ যাদব এর নেতৃত্বে পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে এডি নগর থানার নিয়ে যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service