জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-
বুধবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অভিষেক দেবরায়। দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রগীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, ভারতমাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাপতি এবং তার সঙ্গে থাকা অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকের শুরুতে গত এক বছরে জেলার প্রয়াত কার্যকর্তাদের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অফিস সম্পাদক ত্রিদিব দাস।সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার।
বিজেপি জোট সরকারের বিগত তিন বছরের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ-সভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়া। রাজনৈতিক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভানেত্রী সবিতা নাগ। “সেবা হি সংগঠন” কর্মসূচির ওপর আলোচনা করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার।
জেলার আগামী দিনের কর্মসূচির বিবরণ পেশ করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দে। বক্তব্য রাখেন বিধায়কদ্বয় বিপ্লব ঘোষ ও রঞ্জিত দাস।
জেলার অন্তর্গত ৭ টি মণ্ডলের মন্ডল সভাপতিগণ বিগত এক বৎসরের নিজ নিজ মন্ডলে কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন। জেলার সাতটি মোর্চার সভাপতি গণ তাদের কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন। বৈঠকে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি তাঁর বক্তব্যে জেলায় সংগঠনকে মজবুত করার পর গুরুত্ব দেন। তিনি দল ও সরকারের সমন্বয় এবং সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচিগুলিকে মানুষের দরবারে পৌঁছে দিতে আহ্বান জানান। সাংগঠনিক বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক তথা জেলা প্রভারি রতন ঘোষ।
বৈঠকে জেলা কমিটির পদাধিকারী ও সদস্য সদস্যাবৃন্দ, জেলার বিধায়কগণ, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি, জেলার প্রদেশ কমিটির সদস্য সদস্যাবৃন্দ, জেলার সাতটি মন্ডলের সভাপতি ও সাধারন সম্পাদকগণ, জেলার সাতটি মোর্চার সভাপতি ও সাধারন সম্পাদকগণ, জেলার সেলগুলির কনভেনর ও কো-কনভেনরগণ, উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, জেলার পঞ্চায়েত সমিতিগুলোর চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সনগণ, জেলা পরিষদের গোমতী জেলা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার সাতটি মন্ডলের মন্ডল সভাপতিগণ নিজ নিজ মন্ডলের আগামী কার্যকারিণী বৈঠকের দিনক্ষণ জানিয়ে দেন। সভায় স্বাগত ভাষণ ও ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন জেলা সভাপতি অভিষেক দেবরায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজ্য
ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো আজ
- by janatar kalam
- 2021-07-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this