2024-12-18
agartala,tripura
রাজ্য

গ্রামের নতুন সেতু তৈরি হওয়াতে খুশির জোয়ার গ্রামবাসীদের মধ্যে

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘ 25 বছরের বাম শাসনে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের ছোঁয়া কতটুকু গিয়ে পৌঁছেছে তা বর্তমান সময়ে একটু নজর দিলে দেখা যাচ্ছে গ্রাম পাহাড়ের অবস্থা করুন। দীর্ঘ বহু বছর যাবত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাধব সাহা। কিন্তু উন্নয়নের জোয়ার হীরাপুরে দেখতে পাইনি গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল তাদের বাঁশের সেতুটিকে ভেঙ্গে নতুন করে যেন গড়ে তোলা হয় একটি পাকা সেতু। কিন্তু দীর্ঘদিনের সেই দাবি উপেক্ষিত হিসেবে পড়ে থাকে। পরবর্তী সময়ে আরও একটি দাবি তোলে গ্রামবাসীরা। তাদের দাবি ছিল পরিস্রুত পানীয় জলের একটি ট্যাংক যেন তৈরি করা হয়। কারণ জলের জন্য তাদের খুবই কষ্ট সহ্য করতে হয়। বহু দূর দূরান্ত থেকে তাদের পানীয় জল সংগ্রহ করে আনতে হয়। আর বর্ষাকালে তাদের অবস্থা আরো করুণ দশায় পরিণত হয়ে যায়। শুখামরসুমে পানীয় জলের জন্য তাদের পাহাড়ের টিলাভূমিতে গর্ত করে পানীয় জল সংগ্রহ করে রাখতে হয়। সে দাবিও নাকি বহুবার তৎকালীন বাম বিধায়ককে জানিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ হয়নি হীরাপুরের গ্রামবাসীদের। সরকার পরিবর্তন হওয়ার পর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জোট সরকারের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ কে হিরাপুর গ্রামবাসীরা বিধায়ক কে কাছে পেয়ে তাদের এই দুইটি সমস্যার কথা প্রথমেই তুলে ধরেন। বিধায়ক বিপ্লব বাবু তখন গ্রামের মানুষদের কথা দিয়েছিলেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এটি পানীয় জলের ট্যাংক ও নতুন একটি সেতু তৈরি করার জন্য। যাতে করে চলাচলে যেন সুবিধা হয় গ্রামবাসীদের। সেইমতো বিধায়কের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস তখন পেয়েছিলেন গ্রামবাসীরা। আর আজকের দিনে দাঁড়িয়ে বাবুর দেওয়া সেই কথা গ্রামবাসীরা দেখতে পেয়েছেন। ইতিমধ্যেই মহারানী হীরাপুর এর ১ নং বুথের ১ নং ওয়ার্ডে নতুনভাবে তৈরি হয়েছে একটি সেতু ও জলের ট্যাঙ্ক। সেতুটি নতুনভাবে তৈরি হওয়ার কারণে গ্রামের মানুষের চলাচল অনেকটাই সুবিধা হয়েছে পাশাপাশি নতুনভাবে জলের ট্যাঙ্ক গড়ে ওঠার কারণে পরিচিত পানীয় জল পান করতে পারবেন গ্রামবাসীরা। আর গোটা গ্রামে বর্তমানে খুশির জোয়ার বইতে শুরু করে। রাজ্য সরকারের এহেন উন্নয়নের ধারা অব্যাহত থাকে গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে তা চাইছেন হীরাপুরের গ্রামবাসীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service