জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায় গনধুলাইয়ে মৃত্যু হয় তিন গরু চোরের। ঘটনায় এলাকার কিছু মানুষ আইনকে নিজের হাতে তুলে নিয়ে খুনের ঘটনা ঘটিয়েছে। যা গণতন্ত্রের রাষ্ট্রের জন্য অসহনীয়। ঘটনার সাথে জড়িত কোন অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ। তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের পুলিশের মহানির্দেশক এর কাছে দুই দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হন ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কমিটি কর্মীরা। , রাজ্যে আইনের শাসন নেই। মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায় গনধুলাইয়ে মৃত্যু হয় জয়েদ হুসেন, সইফুল ইসলাম, বিল্লাল মিয়ার। তাদের তিন জনের বাড়ি সোনামুড়া এলাকায়। কিন্তু তারা সেদিন ঘটনায় পুলিশের হাতে তুলে দেওয়া দায়িত্ব ছিল স্থানীয়দের। কিন্তু তা না করে নিজের হাতে আইন তুলে নিল এলাকার কিছু মানুষ। ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কমিটিডেপুটেশনে মিলিত হওয়ার আগে রাজ্য সম্পাদক প্রবীণ সিংহ জানান যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ন্যূনতম 10 লক্ষ টাকা দেওয়ার দাবি রাখেন ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কমিটি কর্মীরা।
রাজ্য
রাজ্যে আইনের শাসন নেই। মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে – প্রবীণ সিংহ
- by janatar kalam
- 2021-06-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this