জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীতে আবারো উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনা আমতলী থানার অন্তর্গত মহেষখলা দাসপাড়া বাইপাসের রাস্তার পাশে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি , বয়স আনুমানিক ৫৫।ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে রাস্তার পথচারীরা ঘুরতে এসে দেখতে পায় বৃদ্ধ লোকটিকে। দেখতে পেয়ে সাথে সাথে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেন। মৃত দেহটিকে হাপানিয়া হাসপাতলে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। বলা বাহুল্য প্রতিনিয়ত রাজধানীর নানা প্রান্তে এইভাবে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে রয়েছে সংশয় , পুলিশ প্রশাসন রয়েছে শীতঘুমে এবং ঘটনার সঠিক রহস্য খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের উপর নজর টিকিয়ে রেখেছে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন জনগণ।
Leave feedback about this