জনতার কলম, ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক যোগা দিবসে সারা দেশের সাথে যথাযত মর্যাদায় রাজ্যে ও পালিত হলো যোগা দিবস। এদিন বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠনের পাশাপাশি প্রত্যয় সামাজিক সংস্থার উদ্যোগেও পালিত হলো বিশ্ব যোগ দিবস । সংস্থার কর্মকর্তারা ও সংস্থার সম্পাদক অর্জুন সাহার উপস্থিতিতে যোগাসন করেন । প্রত্যয় সামাজিক সংস্থা নানা সময়ে নিজেদের সংগঠনের কর্মসুচির অঙ্গ হিসেবে পিছিয়ে পরা মানুষের সাহায্যার্থে নানাবিধ কর্মসূচি হাতে নিয়ে থাকেন,এদিনের কর্মসূচিতে সংস্থার কার্য্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
Leave feedback about this