জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিল করা, কৃষককে শিল্পের মর্যাদায় দিয়ে কৃষিপণ্যের সহায়ক মূল্য নির্ধারণ করা, কৃষি ব্যবস্থা বেসরকারিকরণের হাতে না তুলে দেওয়াসহ ৮ দফা দাবিতে বাঙালি কর্ষক সমাজ বিক্ষোভ দেখায়। তাছাড়া “বাঙ্গালী কৃষক সমাজ” আগরতলায় বিক্ষোভ কৃষকদের বিক্ষোভের সাথে দিল্লিতে সংহতি দেখিয়েছে এবং ফার্ম বিলগুলি প্রত্যাহারের দাবির পাশাপাশি, বাঙালি কৃষক সমাজ সরকারী কর্মচারীদের মতো পেনশন, কৃষকদের জন্য ফসল বীমা, ব্লকজুড়ে বেশি সংখ্যায় কোল্ড স্টোরেজ রুম, জ্বালানির দাম হ্রাস ইত্যাদির মতো অন্যান্য দাবি উত্থাপন করেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙালি কর্ষক সমাজের নেতৃত্ব দোলাল ঘোষ। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের এ ধরনের কৃষক বিরোধী আইন বাতিল করতে হবে নয়তো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করা দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this