জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গার্হস্থ্য হিংসার বলি এক গৃহবধূ। আমতলী থানার অন্তর্গত মহেশখলা এলাকায় বর্মন পাড়া, নিজের বাড়ির পাশের রাবার বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত গৃহবধূর নাম আরনিকা দাস। স্বামীর নাম রাজু সিং। ঘটনার বিবরণে জানা যায় বাড়িতে প্রায়ই তার স্বামীর সাথে ঝগড়াঝাঁটি হত , এবং গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল ঐ গৃহবধূ। সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে দেখতে পায় তার মা আরনিকা দাসের ঝুলন্ত দেহ, সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তারপর আমতলী থানায় জানানো হয় ও ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ এসে ঘটনা তদন্ত করে দেখছে আত্মহত্যা না কি হত্যা। এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে মৃতার স্বামী নিজের স্ত্রীকে মারধর করার অভিযোগ কে অস্বীকার করে। এই নিয়ে মহেশখলা বর্মন পাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
janatar kalam Blog রাজ্য গার্হস্থ্য হিংসার বলি গৃহবধূ , রাবার বাগান থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ
Leave feedback about this