2024-12-19
agartala,tripura
রাজ্য

নিজ রাইফেলের গুলিতে আত্মঘাতী এক আসাম রাইফেল জওয়ান

জনতার কলম , ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- নিজের এ কে 47 রাইফেল দিয়ে আত্মঘাতী এক আসাম রাইফেল জওয়ান। ঘটনা, মঙ্গলবার রাত আনুমানিক 10 টা 55 মিনিট নাগাদ উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেলের 21 নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে। মৃত জওয়ানের নাম সঞ্জয় কুমার(43)। বাড়ি হিমাচল প্রদেশ। নিজের থুতোর মধ্যে গুলি করে আত্মঘাতী হয় বলে জানা যায়। এরপর সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেন রাধাকিশোরপুর থানার পুলিশ। বুধবার গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় মৃত জওয়ানের। কিন্তু প্রশ্ন উঠছে কি কারনে এই জোয়ান আত্মঘাতী কড়েছে। এখন দেখার হাসপাতালে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসে। জোয়ানের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর পুলিশ লাইন এলাকায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service