2024-12-19
agartala,tripura
রাজ্য

গঠিত হলো করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি

জনতার কলম , ত্রিপুরা ,উদয়পুর প্রতিনিধি :- সারা ত্রিপুরা রাজ্যে করোণা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলার সাথে পাল্লা দিয়ে গোমতী জেলাতেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট এর একটি কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছে। শনিবার সকাল 11 টা নাগাদ গোমতী জেলার জেলা শাসকের কনফারেন্স হলে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট এক জরুরি বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন করোণার ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির গোমতী জেলার চেয়ারম্যান তথা রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ,রতন ভৌমিক, গোমতী জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , গোমতী জেলার স্বাস্থ্য আধিকারিক নীরু মোহন জমাতিয়া , গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী সহ জেলার অন্যান্য দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ টানা 2 ঘন্টা ধরে চলে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। এই বৈঠক শেষে কমিটির গোমতী জেলার ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান তথা পর্যটন দপ্তরের মন্ত্রী জানান যেভাবে রাজ্যে সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের কমিটি গঠন করার জন্য। আজকের দিনে প্রথম গোমতী জেলার জেলা শাসকের কনফারেন্স হলে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন কমিটির চেয়ারম্যান জানিয়েছেন করোণা ভাইরাসের সে গতিকে আটকানোর জন্য রাত্রি কালীন করোণা কার্ফু জারি করা হয়েছে গোটা রাজ্য জুড়ে সেভাবে গোমতী জেলাতেও চলছে করোনার কার্ফু। গোমতী জেলায় করোনা টেস্ট এর পরিমাণ বাড়ানো হয়েছে এবং কমিটির চেয়ারম্যান প্রণজিত বাবু জানিয়েছেন অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরাতে মৃত্যুর হার অনেক কম রয়েছে। এখনো পর্যন্ত কোনো পজেটিভ করোণা রোগী পরিষেবা পাচ্ছে না এমন এই ধরনের খবর রাজ্য সরকারের কাছে নেই বলে তিনি জানান। ইতিমধ্যেই গতকাল রাজ্যে আরো করোনা ভ্যাকসিন এসেছে বলে তিনি জানিয়েছেন পরবর্তী সময়ে ধীরে ধীরে ১৮ থেকে ৪৪ বছর বয়সী যুবক যুবতীদের দেওয়া হবে বিভিন্ন জেলাতে এই করোনা টিকা। গোমতী জেলাতেও আগামী কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ১৮ থেকে ৪৪ বছরের যুবক যুবতীদের করোণা টিকা প্রদান কর্মসূচি। গোমতী জেলাতে কিভাবে করোণা আক্রান্ত রোগীর সংখ্যা কমানো যায় সে নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া গোমতী জেলা হাসপাতালে খুব শীঘ্রই তৈরী করা হবে অক্সিজেনের প্লান্ট। এদিকে গোমতী জেলাতে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। যদি কোন সময় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এই জেলাতে বেড়ে যায় তারও আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন করোণা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। করোনা আক্রান্ত যদি কোন রোগীর এই জেলাতে মৃত্যু হয় তাহলে তাকে যেন এই জেলায় দাহ করা যায় । সেই ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই চন্দ্রপুরে একটি কোভিড শ্মশানের জায়গা পরিদর্শন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। প্রথম দিনের গোমতী জেলার ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি গোমতী জেলা প্রশাসনের

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service