জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারী পরিস্থিতিকে কাজে লাগিয়ে এমনিতেই চোরের দল রাজধানীর বিভিন্ন বাড়িঘর থেকে শুরু করে অফিসে মারছেন হানা। নিয়ে যাচ্ছেন নামি দামি জিনিসপত্র। পুলিশের কাছে অভিযোগ করলেও চোর আটক করতে অক্ষম পুলিশ প্রশাসন। মহামারী রুখতে রাজ্যে যখন চলছে করোনা কার্ফু ঠিক তখনই কে বা কারা রাজধানীর জ্যাকসন গেট স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অফিসে হানা দিল। জানা যায় অফিসের সাফাই কর্মীরা সকালে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় অফিসের পেছনের জানালা ভাঙ্গা এবং খোলা রয়েছে অফিসের দুটি আলমীরাও তখন সঙ্গে সঙ্গেই ওই সাফাই কর্মী বিধায়ক আসিস সাহাকে জানালে তিনি পুলিশে খবর দেন এবং পুলিশ এসে তদন্ত চালিয়ে যান। কিন্তু অবাক করার বিষয় হল চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করলেও কোন জিনিস নিয়ে যায়নি চুরির দল , আলমিরাগুলির দিকে প্রত্যক্ষ করলে দেখা যাচ্ছে কোন কিছু জরুরি তথ্যের খোঁজে হয়তোবা এ কান্ড ঘটানো হয়েছে। চুরির ঘটনা নাকি রাজনৈতিক কোন ষড়যন্ত্র তা নিয়ে নতুন সন্দেহ দানা বেঁধেছে। কেননা বিধায়ক আশিস সাহা সংস্কারপন্থীর সদস্য , ইতিমধ্যে আবার রাজ্যে নতুন রাজনৈতিক দলের উত্থানের খবর চাউর হচ্ছে। সে জেরেই কি গতকাল রাতের এই ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোন বিশাল ষড়যন্ত্র তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
Leave feedback about this