2024-11-25
agartala,tripura
রাজ্য

পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী মজুদ রয়েছে – রতন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা বিশ্বে বর্তমানে মহামারীর দ্বিতীয় পর্যায়ের পরিস্থিতিতে দেশের অবস্থা খুবই সংকটজনক। বিভিন্ন রাজ্যে খুবই করুন পরিস্থিতি। আমাদের এখানে আগাম প্রস্তুতি হিসাবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র কিংবা হাসপাতালের চিকিৎসকদের বিভিন্ন প্রকার চিকিৎসা সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে যেকোন পরিস্থিতির মোকাবিলা করার জন্য। মঙ্গলবার রাজ্যের অটল বিহারি বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাপাতালে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারে পরিদর্শনে গিয়ে কথাগুলি বললেন বিধায়ক রতন চক্রবর্তী। তাছাড়া তিনি আরো বলেন রাজ্যে সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা দরকার কেননা করোনা মহামারীর প্রথম পর্যায়ে কোন প্রস্তুতি না থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে , এধরনে সমস্যার সম্মুখীন যেন বর্তমানে না হতে হয় তার জন্যে এই পরিস্থিতিতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি তিনি এদিন কোভিদ সেন্টারে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানান। এদিনের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালে এম এস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service