জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- 8 ই মে রোজ শনিবার কোভিড 19 মহামারির কথা মাথায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে ত্রিপুরা চেস বক্সিং এসোসিয়েশন এর তত্ত্বাবধানে, উদয়পুর কেবিআই মাঠে, চেসবক্সিং খেলার জন্মদাতা ‘ইপে রুবিং’ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করাহয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ এসোসিয়েশনের সম্পাদক অমিত পোদ্দার ও রাজ্যের কিছুসংখ্যক খেলোয়াররা। ‘ইপি রুবিং এর প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে এদিন ওনার প্রতি শ্রদ্ধঞ্জলি জানানো হয়। এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন পৌর পিতা শীতল চন্দ্র মজুমদারের মুখে ফুটে উঠে এ খেলায় রাজ্যের তথা উদয়পুরের গৌরবউজ্জ্বল খেলোয়াড় দের কৃতিত্বের কথা। উনি আরও বলেন ভবিষ্যতেও এই খেলায় রাজ্যের খেলোয়াড়রা ইতিহাস গড়বে, কারন এখনো পর্যন্ত তিনবারের বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় স্বর্ন পদক জয়ী খেলোয়াড় সিমন্তিনী এরাজ্যের -ই মেয়ে। রয়েছে আরো অনেক প্রতিভাবান খেলোয়াড়।
janatar kalam Blog খেলা চেসবক্সিং খেলার জন্মদাতা ‘ইপে রুবিং’ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
Leave feedback about this