2024-12-19
agartala,tripura
রাজ্য

সাধারণ মানুষের নাগালের বাইরে ভোজ্য তেলের মূল্য, পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্য কমবে কিনা প্রশ্ন জনসাধারণের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দৈনন্দিন আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় ভোজ্য তেল। আর এই তেল বাজারে মিলতে এখন নুন আন্তে পান্তা ফুরোয় অবস্থায় পরিণত হয়েছে। কেননা রান্নার তেলের দাম দিন পর দিন বৃদ্ধি পেয়েই চলছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ভোজ্য তেলের মূল্য। বিগত দিনগুলিতে রান্নার তেলের দাম স্বাভাবিক থাকলেও বর্তমানে করোনা মহামারীর পরিস্থিতিতে ভোজ্য তেলের মূল্য বর্তমানে আকাশছোয়া। তেলের দাম স্বাভাবিক মূল্যের থেকে বেড়ে দ্বিগুন হয়ে যাচ্ছে। এরূপ অবস্থায় বাজারে দেখা দিয়েছে তেলের সংকট , যতটুকু পরিমান বাজারে রয়েছে তাও কিনতে হচ্ছে নির্ধারিত আকাশছোয়া মূল্য দিয়েই। সাধারণ মানুষের ভোজ্য তেলের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকার দোকানিরা এসে ভিড় জমাচ্ছেন মহারাজগঞ্জ বাজারের পাইকারি দোকানগুলোতে। তেলের চাহিদা নিয়ে ক্রেতাদেরকে জিজ্ঞেস করা হলে এরা জানান বাজারে তেলের সংকটের ফলে মূল্যবৃদ্ধি ঘটেই চলছে ফলে মূল্য আকাশছোয়া হলেও সাধারণ মানুষের চাহিদার যোগান দিতে এই তেল ক্রয় করছেন বলে অভিমত ব্যাক্ত করেন। এদিকে করোনা মহামারীর ফলে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলার ফলে মালপত্র পর্যাপ্ত পরিমানে না আসায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। তাছাড়া ভোজ্য তেলের মূল্য মহামারীর পরিস্থিতিতে বৃদ্ধি পেলেও আগামীদিনে পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের মূল্য কমে আসবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন জনমনে এবং তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে সরকার কোন পদক্ষেপ নেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service