2024-12-19
agartala,tripura
রাজ্য

সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা নিয়ে কাজ হবে- মমতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় সেই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান করোনা সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ ব্যবস্থা নিতে চলেছে রাজ্যে সরকার। বুধবার শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আগেই সে ব্যাপারে ঘোষণা করেন। তিনি জানান, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা নিয়ে কাজ হবে। বেসরকারি জায়গাতেও তাই। তিনি আরও জানান, আমাদের অক্সিজেন নিয়ে যাচ্ছে অন্য রাজ্য। অনেক বেড বাড়ানো হয়েছে। সকলকে টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ৩ হাজার আইসিসিইউ বেড বাড়ানো হয়েছে। মৃতদেহ একটাও ফেলে রাখতে চাই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২.৭৪ লক্ষ কোয়াক ডাক্তার রয়েছেন। আশা, আইসিডিএস যেমন কাজ করে, তেমন ওঁরা-ও করবেন। কী করা উচিত, তা জানাবেন। দেড় কোটি টিকা দিয়েছি। ৩ কোটি চেয়েছি। পরিবহণ কর্মী, সাংবাদিক এবং হকার- এঁদের আগে টিকা দেব। এদিন তিনি জানান, অতিরিক্ত বিধি। কেউ ভুল বুঝবেন না। আগের বার ঝড় থামিয়ে দিয়েছিলাম। তাই এবার কিছু অ্যাকশন নিতে হচ্ছে। মাস্ক পরার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী জানান, মাস্ক না ব্যবহার করলে কঠোর হতে হবে। রাজ্য সরকারি অফিসে ৫০ শতাংশ উপস্থিতি। বাজার করেই বাড়িতে জিনিস নিয়ে ঘরে ঢুকবেন না
মমতা বলেন, সোশ্যাল, কালচারাল, আকাদেমিক জমায়েত নিষিদ্ধ। যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়। কোনও অনুষ্ঠান করতে হবে ৫০ জনের মধ্যে। ছোট ছোট অনুষ্ঠান হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service