2024-12-19
agartala,tripura
রাজ্য

জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে- বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- করোণা মহামারীর প্রধান মূল অস্ত্র হল অক্সিজেন। আর এই অক্সিজেনের অভাব যেন রাজ্যে না হয় তার জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর একজোট হয়ে কাজ করে চলছে। তাছাড়া রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলা হাসপাতাল গুলোতে যেন অক্সিজেনের অভাব না হয় তার ব্যবস্থাপনা করা হয়েছে ও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জি বি তে অক্সিজেন উৎপাদন কেন্দ্র দু-তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে এবং টিএমসি তে যে অক্সিজেন উৎপাদন কেন্দ্র রয়েছে তা দু-তিন দিনের মধ্যে চালু হয়ে যাবে শনিবার বোধজং নগর অক্সিজেন উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া তিনি এদিন আরো বলেন এই মুহূর্তে ত্রিপুরায় যা সংক্রমণের হার সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে। সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার, সাড়ে সাতশ অক্সিজেন কনসেনট্রেটর ও সাড়ে সাতশ এ টাইপ সিলিন্ডার আমাদের হাতে রয়েছে। আরও অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে। এখনও পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ বলে জানানোর পাশাপাশি করোনা টিকাকরণে আরও গতি সঞ্চারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কম সময়ে বেশি টিকাকরণই উদ্দেশ্য বলে মন্তব্য করেন ও জনস্বার্থে কাজ করার বিষয়ে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতার আহবান রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service