জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজেদের চাকরি ফিরে পাবার লক্ষে গনবস্থানে বসেছিল ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। কিন্তু প্রশাসন তাদেরকে জোর পূর্বক গনবস্থান থেকে উচ্ছেদ করে দেয়। তাই তাদের আন্দোলন জারী রাখার দাবীতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা, কিন্তু উচ্চ আদালতের রায়ের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে তাদের এই দাবী নাকি উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। কিন্তু সত্যটা অন্যরকম 10323 এর দাবির শুনানি দিয়েছে হাইকোর্ট যে জায়গায় কোট তাদের দাবি গ্রহণ করেছে এবং পুলিশের সাথে পরামর্শ করে করার বিষয়ে কথা বলার জন্য বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এ ধরনের মিথ্যাচার করায় কোন শাস্তি পাবেন কিনা সে বিষয়ে জানা নেই। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি রাজ্যে আইনের শাসন আছে বলেই শিক্ষক-শিক্ষিকাদের দাবি পূরণ হয়েছে। এখন স্থান নির্বাচন করে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার দিকে এগুচ্ছে বলে জানালেন 10323 এর এক শিক্ষক।
Leave feedback about this