2024-12-18
agartala,tripura
রাজ্য

নিজ কর্তব্য পালন করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন সাংবাদিক বিকাশ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ১১ সেপ্টেম্বর প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকির জেরে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে একের পর এক আক্রমনের ঘটনা ঘটতে শুরু করেছ। সম্প্রতি এই আক্রমণ সংঘটিত হয়েছে অনেক সাংবাদিকের উপর। এই আক্রমণের প্রতিবাদে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও থেমে যাননি দুস্কৃতিকারীরা। আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে কাঞ্চনপুরে স্যান্দন পত্রিকার সাংবাদিক বিকাশ দাসের উপর প্রানঘাতি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি উঠেছে সংবাদ মহল থেকে। জানা যায় বুধবার বিকাস দাস কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর ভিলেজ কমিটিতে কোন আর্থিক দুর্নীতির তদন্ত করতে গেলে তার উপর শিমুল চাকমারা হামলা চালায়। এই ঘটনা থেকে এটাই প্রতিহত হচ্ছে যে, সমস্থ দুর্নীতির বিরুদ্ধে খবর করা থেকে বিরত রাখতেই মুখ্যমন্ত্রীর হুমকি আর একের পর এক এই হামলার ঘটনা গুলি ঘটে চলছে। সংবাদ মহলের ধারণা মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেড়ে উৎসাহিত হয়েই দলের প্রত্যক্ষ প্রশ্রয়েই এই হামলা সংগঠিত হচ্ছে বলে। তাই ঘটনাটির বিরুদ্ধে রাজ্যের শাসক দল বিজেপি এবং সরকারকে একযোগে ব্যবস্থা নিতে দাবি করছে সংবাদ মহল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service