2024-12-19
agartala,tripura
রাজ্য

নারী জাতিকে সম্বর্ধনা জানাতে নব উদ্যোগ স্যান্দন পরিবারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- একটি শিশুর মুখের প্রথম শব্দ মা। মাই সর্বশ্রেষ্ঠ। মার কোন জাতপাত বা ধর্ম হয় না। সেই মাকে কোটি কোটি প্রনাম। একটি নারী সুষ্ঠ সংসার গঠনে যেমন অবদান রাখে ঠিক তেমনি সুষ্ঠ সমাজ গঠনেও অবদান অপরিসীম। সেই নারী জাতিকে সন্মান জানাতে এক অন্যতম সিদ্ধান্ত নিল রাজ্যের সুনামধন্য সংবাদপত্র স্যান্দন পরিবার। এই পরিবারেরই চিরস্মরণীয় সদস্যা শ্রীমতি কল্যানী দের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃতী নারী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা প্রেস ক্লাবে। প্রয়াত কল্যানী দে রাজ্যের প্রাক্তন কাউন্সিলার ছিলেন এবং উনার জীবনকালে তিনি সাধারন মানুষের সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার ,ডাক্তার অরুণোদয় সাহা, সানিক দেব রায়, পারমিতা লিভিংস্টোন সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বিশিষ্ট নারীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service