জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমাদের রাজ্যের এডিসি এবং পুরনিগম নির্বাচনের পাশাপাশি দেশে পাঁচটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। শাসক থেকে শুরু করে বিরোধী সব দলই নির্বাচনী প্রচারে ব্যস্ত। প্রচারে কোন কোন জায়গায় এগিয়ে রয়ে রয়েছে অবিজেপি দল এবং অধিকাংশ জায়গায় প্রচারে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি দল। দক্ষিণ ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আস্তানা হিসেবে বিখ্যাত কেরল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি আর এই প্রচারে নতুন মুখ হিসেবে প্রচারের জন্য ডাক পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন প্রচারে বেরিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেরালা সরকারের ফ্যাসিবাদী, অসহিষ্ণু ও আক্রমণাত্মক দিন এখন শেষ। হিংস্রতা বা ভণ্ডামি তাদের আর বাঁচাতে পারবে না। রাজ্যের সর্বস্তরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বকে সমর্থন করার আহ্বান রাখেন এবং কেরালা এখনই বিকাশের পক্ষে ভোট দেবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
janatar kalam Blog রাজ্য কেরালা সরকারের ফ্যাসিবাদী, অসহিষ্ণু ও আক্রমণাত্মক দিন শেষ- বিপ্লব কুমার দেব
Leave feedback about this