জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেলো রাজ্যের প্রশাসন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যকে নেশা মুক্ত করার যে পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিয়েছেন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজ্যের পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে। জানা যায় গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এস ডি পিও প্রিয়া মাধুরী মজুমদার ও এয়ারপোর্ট থানার পুলিশ বাহিনী ওয়েষ্ট নারায়ণপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে অভিযানকারী দল। উদ্ধারকৃত দ্রব্যের বাজারমূল্য আনুমানিক দেড় থেকে ২ লক্ষ টাকা হবে বলে জানা যায়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এয়ারপোর্ট থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বলেন গোপন খবরের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে পশ্চিম নারায়ন পুর এলাকার মাদকদ্রব্য পাচারের সম্ভাবনা রয়েছে বলে সে খবর উপর ভিত্তি করে এলাকায় অভিযান চালিয়ে 640 বোতল রাম এবং কিছু কফ সিরাপ উদ্ধার করা হয়, রাজ্যকে নেশা মুক্ত করতে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানানোর পাশাপাশি রাজ্যের যুবসমাজকে মায়াজাল থেকে মুক্ত করতে অভিভাবকদের কেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রাখেন।
janatar kalam Blog রাজ্য নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্য পুলিশের, উদ্ধার ৬৪০ বোতল রাম এবং কফ সিরাপ
Leave feedback about this