2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মনের জন্মদিনে শুভাকাঙ্খিরা পালন করল রক্তদান উৎসব

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি:- বর্তমান সময়ে রাজ্যে রক্তদান উৎসবের মত পালিত হয়ে থাকে। আর এই মহৎ কাজে এগিয়ে আসেন সমাজের সকল অংশের লোকজন। বিভিন্ন স্বেচ্ছেসেবী সংস্থা সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মহৎ কাজের ফলে রাজ্যে রক্ত স্বল্পতার প্রভাব কিছুটা কমেছে। আগামীদিন যেন এধরণের সমস্যা আর কাউকে পোহাতে না হয় সেজন্য বিধায়ক সুদীপ রায় বর্মনের জন্মদিন উপলক্ষে সুদীপ রায় বর্মনের শুভাকাঙ্খীরা রাজধানী আগরতলা জিবি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিনের শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাস। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান এটি তার জীবনের সবচেয়ে বড় উপহার বলে , শুভাকাঙ্খীদের এধরণের উদ্যোগ গ্রহণে খুশি ব্যাক্ত করেন তিনি। তাছাড়া রাজ্যের কোন মানুষ যেন রক্তের অভাবে মারা না যায় সেদিকে লক্ষ রেখে রাজ্যের সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহবান রাখেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service