2024-12-18
agartala,tripura
রাজ্য

নেশা কারবারিদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে রাজ্য পুলিশ, অভিযানে আটক ৮ জন

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- উত্তর-পূর্বাঞ্চলে ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরাকে মডেল স্টেট হিসেবে সারা দেশের মধ্যে অন্যতম একটি জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যে প্রশংসা কুড়িয়েছেন রাজ্য সরকার তাতে দাগ লাগাতে মরিয়া নেশা কারবারিরা। এই নেশাই রাজ্যের যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যুবসমাজ যদি বলিষ্ঠ না হয় তাহলে একটি শ্রেষ্ঠ রাজ্য কিংবা দেশ গড়া সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছেন রাজ্য সরকারের পুলিশ প্রশাসন। বিগত কিছুদিন ধরে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্যের স্বাদ পেয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসন। এই অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী জারী রেখেছেন এবং আবারো গোপন সূত্রের মাধ্যমে রাজধানীর বেশ কিছু এলাকায় নেশা সামগ্রী আদান-প্রদানের খবর পেয়ে রাজধানীর পশ্চিম থানা এবং পূর্ব থানা যৌথ উদ্যোগে অভিযানকারী একটি দল তৈরি করে রাজধানী আস্তাবল ময়দান সংলগ্ন এলাকা, কুমারী টিলা ও হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকাসহ মোট চারটি জায়গায় অভিযান চালিয়ে আটজন নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় অভিযানকারী দল। এদের কাছ থেকে 106 গ্রাম ব্রাউন সুগার 13 টি মোবাইল ও একটি পালসার বাইক এবং একটি স্কুটি আটক করা হয় বলে জানান সদর এসডিপিও জগদিশ রেড্ডি। এদিন তিনি জানান উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে, তাছাড়া রাজ্যকে নেশা মুক্ত করতে এবং যুবসমাজকে এ ধ্বংসের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে এ ধরনের অভিযান আগামীদিনেও জারি রাখবেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service