জনতার কলম ত্রিপুরা ,বক্সনগর, প্রতিনিধি:- দুষ্কৃতীদের নাশকতার আগুনে পুড়ে ছাই হল রাবার বাগান। ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে মধ্যবক্সনগর গ্রামপঞ্চায়েতর আমজাদ হোসেনের 17 কানি রাবার বাগানে কে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীকারীরা। আগুনে বাগানের অর্ধেক গাছ পুড়ে যাওয়ার পর এলাকার লোকজন ঘটনাটি দেখতে পায়। খবর পেয়ে ছুটে আসে বাগানের মালিক আমজাদ হোসেন। জানা যায় তার বাবা আবদুল হক প্রতি নিয়ত এই বাগানে পাহারারত থাকে, রবিবার তার বাবা বাড়ির কিছু কাজের জন্য বাগানে আসতে পারেনি । আর এই সুযোগে দুষ্কৃতীরা বাগানে আগুন ধরিয়ে দেয়।এর আগেও অনেকবার বাগানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন লাগাতে অনেক ক্ষয়ক্ষতি হয় তার বাগানের। বক্সনগর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে বিশালগড় এলাকায় রয়েছে ফায়ার সার্ভিস, তাই ফায়ার সার্ভিসকে খবর দিয়েও কোন কাজের কাজ হয় না, তাই ফায়ার সার্ভিসকে খবর না দিয়ে তারা আগুন নেভাতে চেষ্টা করে। এখন বাগানের মালিক আমজাদ হোসেনের দাবি সরকার থেকে যদি কিছু সাহায্য পায় তাহলে তার কিছুটা সহায়তা হবে।
Leave feedback about this