জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে। সরকারের এই প্রক্রিয়াকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষে এগিয়ে আস্তে হবে যুবশক্তিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব বেকারদের আত্মনির্ভর করে তোলার লক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে কার্যকরী করতে দলমত নির্বিশেষে সমাজের সকল লোককেই এগিয়ে আস্তে হবে। রবিবার ১৩ প্রতাপগড় বিজেপি যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত কার্জকারিনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন যুব মোর্চার মন্ডল কার্যকরতা। এদিনের সভায় প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীদের স্বতস্ফর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সভায় আসন্ন এডিসি নির্বাচন ও পুর নিগমের নির্বাচনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।
রাজ্য
মুখ্যমন্ত্রী বেকারদের আত্মনির্ভর করার লক্ষে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে , এই প্রচেষ্টায় দলমত নির্বিশেষে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে- যুব মোর্চা
- by janatar kalam
- 2021-03-14
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this