2024-12-15
agartala,tripura
রাজ্য

শিবের দ্বার উদঘাটন করে, পূজার্চনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

জনতার কলম,ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী রাজধানীর মেহের কালীবাড়িতে মহা শিবরাত্রির এই পুণ্য তিথিতে মেহের শিবমন্দিরের উদঘাটন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এবং মুখ্যমন্ত্রী পুজার্চনা করেন।এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহাদেবের দর্শন ও দেবাদিদেবের কাছে রাজ্য তথা রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো-অর্চনা করেন এবং মহাদেবের কাছে প্রার্থনা করেন সকলের জীবন যেন মঙ্গলময় হয়। তাছাড়া এদিন মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণও করা হয়। মেহের কালীবাড়িতে শিব মন্দির স্থাপনের ফলে ভক্তবৃন্দরা মা কালীর সাথে সাথে ভগবান শিবেরও দর্শন নিতে পারবেন। তাছাড়া শিব রাত্রীর দিন এই মন্দিরের উদঘাটন হওয়ায় ভক্তদের ভিরে মন্দির প্রাঙ্গন পরিপূর্ণ লক্ষ করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service