জনতার কলম,ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- নেশার পাশাপাশি যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে জুয়ার আসর। আর এই আসর থেকেই ৬ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় রাজ্যের পুলিশ প্রশাসন। জানা যায় গোপন খবরের ভিত্তিতে রাজধানীর পশ্চিম থানার পুলিশের কাছে রিপোর্ট ছিল যে অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকার বিকাশ দেববর্মা নামক এক যুবকের বাড়িতে তীর জুয়ার আসর বসে বলে। আর সেই রিপোর্টের ভিত্তিতে বিকাশ দেববর্মার বাড়িতে পূর্ব থানার এস ডি পিও সহ বিশাল পুলিশবাহিনী অভিযান চালালে সেখান থেকে প্রায় ৪৬৯০০ টাকা নগদ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে অভিযানকারী পুলিশ বাহিনী। তাছাড়া খবর রয়েছে যে এই এলাকাসহ পাশ্ববর্তী অন্যান্য এলাকাতেও জুয়ার আসর ও নেশা কারবারের আস্তানা রয়েছে বলে। সেদিকেও লক্ষ্য রাখার পাশাপাশি , আগামীদিনেও এ ধরণের অভিযান জারি থাকবে বলে জানান পশ্চিম থানার এস ডিপিও রমেশ যাদব।
Leave feedback about this